এবার ফলক ভাঙতে গিয়ে মই পিছলে পড়ে গেলেন ছাত্রদলকর্মী!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফলক ভাঙতে গিয়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী। তার নাম শাহজালাল আহমেদ জনি।

শাহজালাল আহমেদ জনি ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী এবং সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী এবং শাখা ছাত্রদলের ইমরান হোসেন প্রধানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

শিক্ষার্থীরা জানান, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে নজরুল বিশ্ববিদ্যালয়ে। এসময় বিক্ষুব্ধরা বিশ্ববিদ্যালয়ের থাকা মুজিব পরিবারের স্মৃতি ধারক সকল স্থাপনা ভেঙে দেয়ার ঘোষণা দেয়। পরে ছাত্র জনতার ব্যানারে শেখ মুজিবুর রহমান হলের সংলগ্ন ম্যুরালটি ভাঙা হয়। এরপর বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামফলক ভাঙতে গিয়ে মই পিছলিয়ে পড়ে যান শাহজালাল আহমেদ জনি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *