দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে ‘মার্চ টু ধানমন্ডি বত্রিশ’ কর্মসূচি পালিত পালিত হয়। মিছিলটি (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে।
আর এই কর্মসূচির অংশ হিসাবে ফ্যাসিবাদের চিহ্ন মোছার কাজ আজও সারাদেশে বিদ্যমান রয়েছে।
আজ ৬ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।যা রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সাংবাদিক ইলিয়াস তাঁর ফেসবুকে লিখেন, শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তীর বাড়ির নিচে প্রায় ৩’শ বছর আগের শিবলি’ঙ্গ পাওয়া গেছে৷ অতএব, ভারত এবং বাংলাদেশের মানুষের দাবি ৩২ নম্বরে শিব মন্দির বানানো হোক৷
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর ৩০০ বছর পুরোনো শিবলিঙ্গ পাওয়ার দাবিটি ভিত্তিহীন। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র বা প্রমাণ ছাড়াই, ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের শিবলিঙ্গের ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়ানো হচ্ছে।
আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Bharat Temples 🇮🇳’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২০ সালের ৮ মে প্রকাশিত একটি পোস্টে হুবহু একই ছবি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন অনুযায়ী, ছবিটি ভারতের অন্ধ্র প্রদেশের গুদিমাল্লাম পারাশুরামেশ্বর মন্দিরের শিবলিঙ্গ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটি এখন পর্যন্ত ১৬ হাজার রিয়েক্ট এর সাথে ৩০০ বার শেয়ার হয়েছে।
Leave a Reply