free tracking

নাটকীয় জয়ে ফাইনালের পথে ব্রাজিল, চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা!

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়েকেও একই ব্যবধানে পরাজিত করেছিল সেলেসাওরা। এই জয়ের ফলে টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে আর্জেন্টিনা।

ভেনেজুয়েলায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই দারুণভাবে এগিয়ে যায় ব্রাজিল। মাত্র ষষ্ঠ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত এক হেডে গোল করেন ইয়াগো তেওদোরো দা সিলভা নগুয়েইরা। এরপরও বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় সেলেসাওরা। তবে ৮৭তম মিনিটে ব্রাজিলের ইগোর সেলোতে লাল কার্ড দেখলেও ম্যাচের ফলাফলে এর কোনো প্রভাব পড়েনি। জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এদিকে, গ্রুপ পর্ব শেষে ফাইনাল রাউন্ডে শিরোপার লড়াইয়ে নামছে দক্ষিণ আমেরিকার ছয় দল—আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, চিলি, কলম্বিয়া ও প্যারাগুয়ে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে এবং পয়েন্ট তালিকার শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে।

দুই ম্যাচ শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল এখন সমান ৬ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা। তবে সামনের ম্যাচগুলোই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কোন দল জয়ের মুকুট পরবে। ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আর্জেন্টিনা, যারা নিজেদের ফর্ম ধরে রাখলে শিরোপার দাবিদার হতে পারে। এখন দেখার বিষয়, চূড়ান্ত লড়াইয়ে কে হাসবে শেষ হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *