গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছিল পর্তুগাল। শেষ ষোলোয় এসেও যেন সেটার পুনরাবৃত্তির আশঙ্কা হচ্ছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য ছিল পর্তুগাল ও স্লোভেনিয়া ম্যাচ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে অবশ্য পেনাল্টি পেয়েছিল পর্তুগাল।
কিন্তু সেই পেনাল্টি থেকে রোনালদো গোল এনে দিতে পারেননি পর্তুগালকে।
তবে পেনাল্টি থেকে গোল এনে দিতে না পারলেও টাইব্রেকারে ঠিকই লক্ষ্যভেদ করেন রোনালদো। পর্তুগালের হয়ে পথম তিনটি শটেই লক্ষ্যভেদ করেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নাদো সিলভা। অপরদিকে টাইব্রেকারে স্লোভেনিয়া হয়ে লক্ষ্যভেদ করতে পারেনি কেউই।
জোসিপ ইলিচিচ, জুরে বালকোভেচ ও বেঞ্জামিন ভারবিচের শট ঠেকান কস্তা।
ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে ইউরোর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে হয়েছে মীমাংসা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র থাকার পর পেনাল্টিতে তিনটা শটের সবগুলোই আটকান কস্তা। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
কোয়ার্টারে আরও কঠিন প্রতিপক্ষ পেয়েছে তারা। আগামী শুক্রবার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে রোনালদোর দল।
অতিরিক্ত সময়ে সুযোগ পেয়েছিলেন স্লোভেনিয়াও। ম্যাচের তখন ১১৫ তম মিনিট। রক্ষণে বিরাট ভুল করে বসলেন পেপে।
পাস ধরে পায়ে রাখতে পারেননি তিনি। পেয়ে যান স্লোভেনিয়া ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকো। বল নিয়ে টান দিতেই সামনে পর্তুগাল গোলকিপার ডিওগো কস্তা। বাঁ পা-টা বাড়িয়ে সেসকোর শট রুখে কস্তা সে যাত্রায় পর্তুগালের বিদায়ও ঠেকালেন।
Leave a Reply