free tracking

বইমেলার ঘটনায় যা বললেন জাফর ইকবাল!

দেশের আলোচিত ও সমালোচিত লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মুহাম্মদ জাফর ইকবাল তার একটি ফেসবুক পোস্টে বলেন, বই লেখা আর বিক্রি করার স্বাধীনতাও যে দেশে আজ নেই— বইমেলায় ঘটে যাওয়া ঘটনাই তা প্রমাণ করলো। ধিক্কার জানাই।

গতকাল অমর একুশে বইমেলায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। যা কিছুক্ষণ পরেই ভারতীয় একটি মিডিয়া জঙ্গি হামলা বলে নিউজ করে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই  ড. মুহাম্মদ জাফর ইকবাল এমন আক্ষেপ।

সব্যসাচী নামরে একটি প্রকাশনা সংস্থায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে চড়াও হয় কিছু লোকজন। এর আগে ওই প্রকাশনীর কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। সোমবার একুশে বইমেলায় একদল ব্যক্তি ‘সব্যসাচী প্রকাশনীর’ ওপর চড়াও হয়। এ নিয়ে মেলা প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হলে ওই স্টলটি বন্ধ রাখা হয়। এরপর পুলিশ ওই প্রকাশককে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কথা জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *