free tracking

ফজরের নামাজ পড়তে বের হলে জঙ্গী সাজিয়ে আয়নাঘরে নেয়া হয় মাদ্রাসা ছাত্র ইব্রাহীমকে

বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে শহীদ ইব্রাহীম বিন আজীমকে আয়নাঘরে নেয়ার ঘটনা জানিয়েছেন। আসিফ সৈকত লিখেছেন, সকালে ফজরের নামাজ পড়তে বের হলো বাচ্চাটা, তাকে তুলে নিয়ে আয়নাঘরে আটকে রাখলেন। কি নিস্পাপ মুখ বাচ্চাটার। মুক্তির উন্মাদনায় দিশেহারা হয়ে দেয়ালে খোদাই করে লিখলো বাচ্চাটা “আই লাভ মাই ফ্যামিলি”।

সে জানেও না তার অপরাধ কী? বাচ্চাটাকে জঙ্গী নাটক সাজিয়ে ক্রসফায়ারে মেরে ফেললেন। লাশটাও পরিবারকে দিলেন না। মাদ্রাসার ছাত্র, জঙ্গী তকমা। আহ রে ! কী বলবো? অসুস্থ লাগতেছে নিজেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *