free tracking

বিএনপি নেতার কার্যালয় থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার!

নারায়ণগঞ্জে বিএনপি নেতার কার্যালয় থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম মো. রাসেল। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম।

তিনি জানান, নিষিদ্ধ সংগঠন নাসিকের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের অফিস থেকে ছাত্রলীগ নেতা রাসেলকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, রাসেলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাচেষ্টার মামলা রয়েছে। তবে কী কারণে বিএনপি নেতা আফজাল হোসেনের অফিসে রাসেল অবস্থান করছিল সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি।

এ বিষয়ে জানতে নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, রাসেলকে গ্রেপ্তারের সময় আমার অফিসে একটি সালিশ বৈঠক চলছিল। সেখানে প্রায় দেড় শতাধিক লোক ছিল। এরমধ্য থেকে পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাসেল আওয়ামী লীগ ও ছাত্রলীগের সব সভা এবং মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিল। সে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। তার বিরুদ্ধে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সরকার পতনের পর বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল সে। সম্প্রতি এলাকার বিএনপি নেতাদের সঙ্গে যোগসাজশে আসার চেষ্টা করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *