ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের। সাংবাদিক ও গবেষক জুলকারনাইন সায়ের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে আমেরিকায় কিছু বাংলাদেশি স্লোগান দিচ্ছেন “মোদীজি মোদীজি, ওয়েলকাম ওয়েলকাম”, “উই আর ফর শেখ হাসিনা”, “উই সাপোর্ট মোদীজি”।
এই ভিডিও শেয়ার দিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, আহহা, লোকগুলা মোদিজি মোদিজি বলে গলাটা ফাটায়ে চিলাচ্ছে, মোদিজি কি একটাবার দেখা দিতে পারতেন না? বড্ড অন্যায় হয়ে গেলো! তাদের এই প্রচেষ্টা তো আপনাদের দেখাতেই হয়! এনারা নাকি আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের নেতা! আমি তো ভেবেছিলুম পশ্চিমবংগের মদনপুর গ্রামের।
Leave a Reply