পিনাকী ভট্টাচার্য: এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত অনলাইন একটিভিস্ট। তার ভেরিফাইড ফেসবুকে পেজে লিখেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট (বিএস-১) নামকরণ করা হচ্ছে। আইটিইউ (ইন্টারন্যাশনাল টেলিকম্যুনিকেশনস ইউনিয়ন) সহ বেশ কয়েকটি গ্লোবাল অর্গানিজশন-এর অনুমোদনের পরে নাম পরিবর্তন অফিসিয়াল হবে। আশা করি মাসখানেকের মধ্যে এটা হয়ে যাবে। ইনশাআল্লাহ।
![](https://www.dailyjanakantha.com/media/imgAll/1502046064.jpg)
Leave a Reply