free tracking

অবশেষে জানা গেল তরুণ অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর কারণ!

নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার উজ্জ্বল তারকা, তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৭ ফেব্রুয়ারি, সোমবার, রাত ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। এই শোকসন্তপ্ত খবরটি প্রথম জানান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, যিনি তার ফেসবুক পেজে লিখেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”

নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুও ফেসবুকে এক হৃদয়বিদারক পোস্টে জানান, “আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” মৃত্যুর বিষয়টি আরও নিশ্চিত করেন নির্মাতা হাসিব হোসাইন রাখি, যিনি লিখেন, “আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।”

শাহবাজ সানী তার কর্মজীবন শুরু করেছিলেন নির্মাতা ইমরাউল রাফাত এর “কাছে আশার পর” নাটক দিয়ে। অল্প সময়ে তিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন এবং নির্মাতাদের আস্থার পাত্র হন। ২০১৮ সালে তিনি প্রথমবার ‘আব্দুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এবং সানী তার অভিনয় দক্ষতায় প্রশংসিত হন।

শাহবাজ সানীর মৃত্যু একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে, তবে তার অসাধারণ অভিনয় গুণাবলী দর্শকের মনে চিরকাল বেঁচে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *