free tracking

টানা ৫ দিনের বৃষ্টিপাত নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ!

মাঘ শেষে বৃষ্টির বার্তা নিয়ে প্রকৃতিতে ছড়িয়েছে ফাল্গুনের সৌরভ। এই অবস্থার মধ্যেই দেশে ৩ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বর্ধিত ৫ দিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

এদিকে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে দেশের কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, সে বিষয়ে জানিয়েছেন তিনি।

সোমবার দুপুর ১টা ৩১ মিনিটে দেয়া ওই পোস্টে আবহাওয়াবিদ পলাশ জানান, ‘শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও স্থলভাগের উপরে অবস্থান করা একটি লঘুচাপের মিলিত প্রভাবে আগামী ১৯ ই ফেব্রুয়ারি থেকে ২৩ শে ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নিম্নোক্ত জেলাগুলোর উপরে: যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বরগুনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।

এদিকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বুধবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

এছাড়া আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই ৩ দিনে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *