free tracking

তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে বাজে ভাষায় যা বললেন তসলিমা নাসরিন!

সম্প্রতি এক ফেসবুক পোস্টে জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রূপসজ্জাকর রোজা আহমেদের ‘ভাত খাওয়া’ নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতের নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। রোববার (১৬ ফেব্রুয়ারি) অফিসিয়াল ফেসবুক পেজে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল। ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…।’

তসলিমা এরপর লেখেন, ‘এত ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’

মূলত রোজার ছিপছিপে গড়নের দিকে ইঙ্গিত করেই ‘আপত্তিকর’ ভাষায় এই পোস্ট করেছেন তসলিমা। পোস্টটি দেখে অনেকেই তার অনুপযুক্ত শব্দচয়নের জন্য সমালোচনা করেন। পরে অবশ্য নিজের সে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *