প্রতিপক্ষকে লক্ষ্যটা বড় দিতে পারেনি বাংলাদেশ। ২০২ রানের সংগ্রহে তাই জিততে হলে দারুণ কিছু করতে হবে বোলারদের। প্রতিবেদন লেখা পাকিস্তান ‘এ’ দলের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেটে হারিয়ে ৪২ রান করে পাকিস্তান ‘এ’।
প্রতিপক্ষের দুই উইকেট ভাগাভাগি করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা। পাকিস্তানকে তৃতীয় ধাক্কা দিয়েছেন তানজিম হাসান সাকিব। তবে সেই আঘাতে কাজ হচ্ছে না।
কেননা প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৬২ রান।
জয়ের জন্য আর ৪১ রান প্রয়োজন পাকিস্তানের। তাদের হাতে রয়েছে ১১৪ বল। বাংলাদেশের হার তাই এখন সময়ের ব্যাপার।
এর আগে বাংলাদেশ ২০২ রান করে।
এই সংগ্রহটাও অবশ্য পেতে না নাজমুল হোসেন শান্তরা যদি না টেল এন্ডাররা শেষ দিকে দৃঢ়তা না দেখাতেন। বিশেষ করে ৩০ রান করা তানজিম হাসান সাকিব। দলের হয়ে অবশ্য সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ।
Leave a Reply