free tracking

উইকেট,উইকেট,উইকেট! আবারও উইকেট নিলেন সাকিব, দেখেনিন সর্বশেষ স্কোর!

অল্প পুঁজি নিয়েও লড়াই করছে বাংলাদেশ। বিশেষ করে পেসাররা দুর্দান্ত বোলিং করছেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশ ছোঁয়ার আগেই পাকিস্তান ‘এ’ দলের তিন উইকেট তুলে নিয়েছে টাইগাররা। তাতে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান করেছে পাকিস্তান ‘এ’ দল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা ও তানজিম সাকিব।

তাদের জয়ের জন্য বাকি ৩০ ওভার থেকে আরো করতে হবে ১১৬ রান। তাদের হাতে আছে ৭ উইকেট।

ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলিংয়ে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। নতুন বলে আঁটসাঁট বোলিং করেছে টাইগাররা। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান ‘এ’ দলকে ৪২ রানের বেশি করতে দেয়নি তারা। বিপরীতে তুলে নেয় দুই উইকেট।

এর আগে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ। তাছাড়া ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। তানজিম সাকিবের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩০ রান। তাছাড়া নাসুম আহমেদ করেছেন ১৫ রান। লেজের সারির ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *