ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে আওয়ামী লীগের হরতালকে ব্যঙ্গ করে বলেছেন, আপনারা যারা ভুলে গেছেন তাদের জন্য- যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে আওয়ামী লীগের হরতাল। বছর দেড়েক আগে একবার ছাত্রলীগের সভাপতি তার কর্মীদের শপথ নেয়াইছিলো মহাকাশ থেকে ভূগর্ভ পর্যন্ত দাপিয়ে বেড়াবে তারা।
কী এক লীলাখেলা, ওদের দোয়া আর মনোবাসনা আংশিক কবুল হয়ে গেছে দেখি, ওরা সবাই এখন ভূগর্ভে। তাই ভূপৃষ্ঠে আর ওদের হরতাল হচ্ছে না, হয়ত মহাকাশ আর ভূগর্ভেই হরতাল পালন করছে ওরা।

Leave a Reply