free tracking

সাকিবের যে প্রশ্নে মেজাজ হারালেন ফাহিম!

এই প্রশ্নটা করতেই হবে?’—সাকিব আল হাসান প্রসঙ্গ উঠতেই বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মেজাজ হারিয়ে বসলেন। তীব্র বিরক্তি নিয়ে তর্জনী উঁচিয়ে তিনি বলেন, ‘এনি মোর কোশ্চেন?… সাকিবের সম্পর্কে?’ অর্থাৎ সাবেক অধিনায়ক সাকিব বৈঠকে উপস্থিত ছিলেন কি না—এমন প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর নিজের কথা শেষ করেই সেখান থেকে বের হয়ে যান বিসিবির এই পরিচালক।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির অন্যান্য পরিচালক নাজমুল আবেদীন এবং আকরাম খান। সাবেক অধিনায়কগণের মধ্যে উপস্থিত ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস। এছাড়া বর্তমান ক্রিকেটারদের মধ্যে মুমিনুল হক ও লিটন দাস উপস্থিত ছিলেন, তবে অনেক সাবেক অধিনায়ক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এত গুরুত্বপূর্ণ একটি বৈঠকে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানকে নিমন্ত্রণ না দেওয়ার খবর বেশ শোনা যাচ্ছিল। সেই কারণে ওই প্রশ্নটি করা হয়েছিল বিসিবি পরিচালক ফাহিমকে। উত্তরে তিনি বলেন, ‘ডু ইউ হ্যাভ টু…..; এটা কি করতেই হবে? না, এই প্রশ্নটা কি করতেই হবে?’ এরপর তিনি জানান, অনলাইনে যাদের উপস্থিতি ছিল, তাদের মধ্যে খালেদ মাসুদ ছিলেন। তবে যখন আবার সাকিবের বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, ‘না’। কিছুক্ষণ চুপ থাকার পর, বিরক্ত হয়ে তিনি আবার বলেন, ‘এনি মোর কোশ্চেন?… সাকিবের সম্পর্কে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *