free tracking

কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থী সংঘর্ষ, নিষিদ্ধ ছাত্রলীগের শূন্যস্থান পূরণে শতভাগ প্রস্তুত?

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল, যাদের আন্দোলনকারীরা “চাচাদল” বলে অভিহিত করছেন। অপরদিকে, ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় অনেকেই তাদের অনুপস্থিতিকে “টোকাইলীগের শূন্যস্থান পূরণ” বলে উল্লেখ করছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শিক্ষার্থীদের একটি দল মিছিল শুরু করে। তাদের স্লোগান ছিল—

“ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না!”
“দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই!”
এই অবস্থানে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রদল সংশ্লিষ্ট একদল শিক্ষার্থী। তাদের দাবি, তারা ছাত্র রাজনীতির বৈধতা চায় এবং ক্যাম্পাসে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে চায়। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং ক্যাম্পাস ছাড়িয়ে সংলগ্ন সড়কেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারীদের বক্তব্য
আন্দোলনকারী শিক্ষার্থী মুজাহিদ ও উৎপল জানান, ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং তাদের মাইক কেড়ে নেয়। তারা বলেন, “আমাদের দাবি, হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করা হোক এবং আজীবন বহিষ্কার নিশ্চিত করা হোক। কুয়েটের রাজনীতি নিষিদ্ধ সিদ্ধান্ত বহাল থাকতে হবে।”

নিষিদ্ধ ছাত্রলীগ ও শূন্যস্থান বিতর্ক
কুয়েটে ছাত্র রাজনীতি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকলেও ছাত্রদলের এ হামলা নতুন বিতর্ক তৈরি করেছে। আন্দোলনকারীদের অনেকে দাবি করছেন, “নিষিদ্ধ ছাত্রলীগের (টোকাইলীগ) শূন্যস্থান পূরণে ছাত্রদল এখন সক্রিয় হয়ে উঠেছে এবং তারা সহিংসতা শুরু করেছে।”

পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি
কানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1EiL5eWj5J/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *