free tracking

যশোরে শেখ হাসিনার সচিবকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা!

যশোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে অবস্থিত ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাবেক এই সামরিক সচিব নিজের মালিকানাধীন বিনোদনকেন্দ্রে আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। রাত ১০টার দিকে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

নুরুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেন, “শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি এখানে আত্মগোপনে রয়েছেন শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের মারধর করা হয়। এরপর আরও লোকজন এসে পার্ক ঘিরে ফেলে এবং স্লোগান দিতে থাকে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, “মিয়াজিকে আটক না করা পর্যন্ত আমরা ঘটনাস্থল ছাড়বো না।”

অভ্যন্তরে সেনা ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন বলে জানা গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *