free tracking

হেনার সন্ধানে নাঈমের কাছে বাপ্পারাজ! কী ঘটতে চলেছে?

ভাইরাল সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ নতুন করে আলোচনায়

বাপ্পারাজ এবং শাবনাজ অভিনীত জনপ্রিয় সিনেমা ‘প্রেমের সমাধি’র সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গেল এক মাস ধরে নেটিজেনদের আলোচনায় থাকা এই সংলাপটি এবার নতুন করে সামনে আনলেন অভিনেতা বাপ্পারাজ।

মজার ছলে সংলাপটির একটি অভিনয় ভিডিও নিজের পেইজে পোস্ট করেছেন শাবনাজের স্বামী ও অভিনেতা নাঈম। ৩৬ সেকেন্ডের এই রিলস ভিডিওতে দেখা যায়, ভারাক্রান্ত মনে গাড়ি চালিয়ে এসে বাপ্পারাজ ছুটে গিয়ে নাঈমের কাছে জানতে চান, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম বলেন, ‘বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো। হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে।’ এই কথা শুনে বাপ্পারাজ আবেগে নাঈমকে জড়িয়ে ধরেন।

ভিডিওতে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কোনাল, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও সংগীত পরিচালক ইমন সাহা। সিনেমার দৃশ্যের মতোই তারা ‘প্রেমের সমাধি’ ছবির জনপ্রিয় গান গেয়ে ওঠেন। পাশে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী শাবনাজও।

বুধবার দুপুরে এই রিলসটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। মাত্র ৩০ মিনিটেই ভিডিওটি ১০ হাজার শেয়ারের মাইলফলক স্পর্শ করে, সঙ্গে হাজার হাজার মন্তব্য জমা হয়।

এই ভাইরাল সংলাপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাবনাজ বলেন, ‘আমি ও বাপ্পারাজ ভাই দুজনই বিষয়টি বেশ উপভোগ করছি। ভালো লাগছে যে, মানুষ আবার আমাদের সিনেমার কথা মনে করছে। দর্শকরা আমাদের আবেগ ও অনুভূতির সঙ্গে নিজেদের সংযোগ করতে পারছেন।’

প্রসঙ্গত, ২৯ বছর আগে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমাটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এত বছর পরও সিনেমাটির সংলাপ ও গান নিয়ে আলোচনা হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন শাবনাজ। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে মানুষ পুরোনো সিনেমার কথা ভুলে যায়। কিন্তু এই সিনেমার সংলাপ ও সংলগ্ন আবেগ আজও দর্শকদের মনে দাগ কেটে আছে, যা সত্যিই আনন্দের।’

সিনেমাপ্রেমীদের মতে, ভাইরাল হওয়া এই সংলাপ শুধুই একটি ডায়লগ নয়, বরং ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসারই একটি প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *