২০১৮ সালের নির্বাচনে রাতে ভোট করা সব ডিসিকে ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বুধবার নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে ওএসডি হয়েছেন ৩৩ জন।’
জানা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা ৩৩ জন যুগ্ম সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এই কর্মকর্তারা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে সূত্র জানিয়েছে।
অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
Leave a Reply