free tracking

ছাত্রলীগের কোন প্রোগ্রামে ছিলাম, সিঙ্গেল একটি প্রমাণ নেই: ফরহাদ

আমি ছাত্রলীগের কোন প্রোগ্রামে ছিলাম, সিঙ্গেল একটি প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

বেসরকারি একটি টেলিভিশনের টকশো’তে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আগে আমি স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করেছিলাম, আমার কাছে ব্যাপার হলো কী বললে শিক্ষার্থীরা বেশি বেনিফিট হবে সেটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুমের বিলুপ্ত ঘটেছে একদম। এখন দেখবেন শিক্ষার্থীরা হেসে-খেলে নিজের রুমে থাকছে, পড়ালেখা করছে।

সঞ্চালকের প্রশ্ন ছিলো- গণরুমে যেই ছাত্র সংগঠন নির্যাতন করত তাদের সাথে এস এম ফরহাদের সংশ্লিষ্টতা ছিল। জবাবে তিনি বলেন, আমি মিডিয়াতে বারবার বলেছি আমি ডিবেটিং ক্লাবে ছিলাম। যার বিভিন্ন প্রোগ্রামে আমি থাকতাম সেই ছবিগুলো এসেছে এখন। ক্লাবে থাকার জন্য আমাকে সবার সাথেই মিশে চলতে হয়েছে।

ছাত্রলীগের সমাজকল্যাণ শাখা কমিটিতে থাকার বিষয়ে ফরহাদ বলেন, ছাত্রলীগের একটা কমিটি কীভাবে হয়, তাদের কমিটির প্যারামিটার হচ্ছে নিয়মিত প্রোগ্রামে যেতে হয়, এরপর সভাপতি-সেক্রেটারি নির্ধারণ হয়। তাদের নেতৃত্বে কর্মীদের নিয়ে দীর্ঘদিন প্রোগ্রাম হয়। পরে তারা আরেকটি পূর্ণাঙ্গ কমিটি দেয়। সমাজকল্যাণে আমার স্টুডেন্ট লাইফে একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারবেন না, আমি সেখানে ছিলাম। কমপক্ষে ৫০ টা প্রোগ্রাম হয়েছে ছাত্রলীগের, আমি কোনো একটাতেও ছিলাম না। সমাজকল্যাণ বা হল ছাত্রলীগের কিছুতেই আমি ছিলাম না।

আওয়ামী লীগের পতনের জন্য এত রিস্ক নিয়ে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর সমন্বয়ে ছিলাম, তাকে যদি কেউ ছাত্রলীগে সম্পৃক্তার অভিযোগ দেয়, তাহলে তাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে বলা যায়।

এছাড়াও তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে উঠতে হলে সবাইকেই ছাত্রলীগ করতে হতো, সে জন্য আমি প্রথম বর্ষের শেষে হলে উঠেছিলাম। ছাত্রলীগের প্রোগ্রাম যথেষ্ট বিরক্তিকর ও বাজে মনে হতো।

সূত্রঃ https://youtu.be/27HaajTZp5o?si=zC2ad0tC4-Me7tuo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *