free tracking

বিএনপি কখনো মিথ্যা কথা বলে না: ডা. জাহিদ!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, গত ১৭ বছর ধরে বিএনপি যেসব বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেছে, আজ তা জাতিসংঘের প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, বিএনপি কখনো মিথ্যা কথা বলে না, বরং সবসময় সত্য কথা তুলে ধরে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা তুলে ধরেন।

ডা. জাহিদ বলেন, আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, তোমরা যা বলেছিলা সেটিই সত্য। আলজাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য। অর্থাৎ যা কিছু বিএনপি বলে তা সত্য। বিএনপি সত্যের উপর কথা বলে। সেটি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশীয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই থাকেনি। আজ সেটি প্রমাণিত।

ডা. জাহিদ আরও বলেন, স্বৈরাচারী হাসিনা বারবার বলতেন, উন্নয়নের জোয়ার বাইয়ে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে- প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হাসিনা মধ্যম আয় করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের উপর ৫ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। ভোটারবিহীন নির্বাচন হয় বলে ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে।

বিএনপির ওপর বারবার জুলুম-নির্যাতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভয় পাওয়ার কিছুই নেই। বিএনপি আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতার মাঝে কীভাবে সাঁতার কাটতে হয়, কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তা জানে।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *