free tracking

W,W,W,W,W ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ, দেখেনিন স্কোর!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে দ্রুত হারালেও ইনিংস টেনে নিচ্ছিলেন তানজিদ তামিম। নবম ওভারে তিনিও ফিরে গেছেন। অক্ষর প্যাটেলের অফস্টাম্পের বাইরের বলে রাহুলের গ্লাবভসে ক্যাচ দেন তানজিদ। ৪টি চারে ২৫ বলে ২৫ রান করে গেছেন। এর পরের বলে অক্ষরের শিকার হয়েছেন মুশফিকও। ৩৫ রানে বাংলাদেশের নেই ৫ উইকেট। ৯.৩ ওভারে বাংলাদেশের রান ৩৭।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শান্তর দল। প্রথম ওভারেই সৌম্যকে হারায় বাংলাদেশ। ৫ বল খেলে রানের খাতাই খুলতে পারেনি টাইগার এই ওপেনার। পরের ওভারে বাংলাদেশ অধিনায়ক শান্তকে তুলে নেন হর্ষিত রানা। শর্ট কাভারে কোহলির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন শান্তও। এরপর তানজিদের সঙ্গে হাল ধরেছিলেন মিরাজ। সপ্তম ওভারে মোহাম্মদ শামির শিকার হয়েছেন তিনি।

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তবে জায়গা হয়নি নাহিদ রানার। এদিকে ইনজুরির কারণে নেই মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হার্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *