free tracking

ভারতীয়দের পায়ে শিকল দেখে ইলন মাস্ক বললেন ‘হাহা, অসাধারণ!’

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর অভিবাসন নীতি আরো কঠোর করেছেন। একটি ভিডিওতে দেখা গেছে এই যুবকের শরীর তল্লাশি করছে নিরাপত্তাকর্মীরা। এরপর বাক্স থেকে বের করা হচ্ছে লোহার শিকল। দু পায়ে শিকল লাগানো হলো, হাতে লাগানো হলো হাতকড়া। সেই অবস্থায় বিমানে উঠানো হলো তাকে। ভিডিওর শেষে একটি বাক্য, অবৈধ ভীনগ্রহীদের বিতাড়নের বিমান।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকার লাখ লাখ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোই ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার। আর সেই প্রক্রিয়ার একটি বড় অংশই ভারতীয়রা।

ইলন মাস্কের প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিতর্ক

এই ভিডিও প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এমনকি ইলন মাস্ক পর্যন্ত বিদ্রুপ করে এই ভিডিও শেয়ার করে লিখেছেন-“হাহা, অসাধারণ!”

সূত্রঃ https://youtu.be/e_ps–DOLRk?si=7VwyzOwRhuIT7ity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *