free tracking

চীনের সেই উহান থেকেই নতুন করে করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কা: লকডাউনে যাবে পুরো বিশ্ব?

চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে নতুন একটি করোনা ভাইরাস আবিষ্কার করেছেন। তবে মানবদেহে এখনো এই ভাইরাস শনাক্ত হয়নি।

গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে এ আবিষ্কারের তথ্য জানানো হয়।

গবেষণায় বলা হয়েছে, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

গবেষণায় আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির শুরু দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।

গবেষকরা জানিয়েছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।

২০১৯ এর করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগেই সতর্কতার অংশ হিসাবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় তখনি সিদ্ধান্ত নেওয়া যেতে সারাবিশ্ব আবারো লকডাউনে যাবে কিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *