free tracking

বিএনপি ‘লীগ হটাও’ মূলা ঝুলিয়ে হুজুরদের ব্যবহার করেছিল: মুফতি হাবিব

ইসলামী বক্তা মুফতি হাবিবুর রহমান মিছবাহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগকে ঠেকানোর নামে দেশের আলেমরা বিএনপির ঘাটিতে নোঙর ফেলেছিলেন, আর বিএনপিও ‘লীগ হটাও’ স্লোগানের মাধ্যমে তাদের ব্যবহার করেছিল।

তিনি লিখেন, “বলা হতো, মন্দের ভালো। কিন্তু এখন আর মুলাও নেই, ঝুলাও নেই! তবে কী হবে?”

রাজনৈতিক ঐক্যের বিষয়ে তিনি বলেন, প্রকৃত ঐক্যের জন্য কেবল একমঞ্চে ওঠা বা একই রকম পোশাক পরাই যথেষ্ট নয়, বরং দেখতে হবে কোন বিষয়ে ঐক্য হচ্ছে। ইসলামি আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন কোনো শক্তির সঙ্গে ঐক্য করা যাবে না, যারা ইসলামের বিরোধী।

তিনি স্পষ্ট করেন, আকীদার ঐক্য রক্ষার ক্ষেত্রে কাদিয়ানী, আহলে হাদীস বা বেদআতীদের সঙ্গে কোনো আপস করা যাবে না, কারণ এতে আকীদার মূল ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রসঙ্গে মুফতি হাবিব বলেন, এখানে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হতে পারে। তবে দীনের মৌলিক ভিত্তির বিকৃতি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

তিনি দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এবার চাঁদাবাজ, দখলবাজ, ফ্যাসিবাদী স্টাইলিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার মিশনে যুক্ত হতে হবে। আর ছাড় নয়, কোনো রক্তচক্ষুর পরোয়া না করে নতুন দেশের শপথ নিতে হবে। ১৯৭১ থেকে ২০২৪— স্বৈরাচারের পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *