free tracking

৯৬ সালে ভাগ্যে তিন সিট ছিল, এইবার তাও জুটবে না: টুকু

৯৬ সালে ভাগ্যে ৩ সিট ছিল, এইবার ৩ সিটও জুটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি আরও বলেন, দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সাথে এক শ্রেণী জোট করেছিল, ইসলামের কথা বলে আর সন্ত্রাসীদের লালন করে। বিএনপির সাথে যখন ছিল, তখন ভাগ্যে কয়েকটা সিট জুটেছিলো। ৯৬ সালে পতিত ফ্যাসিবাদের সাথে আন্দোলন করে নির্বাচন করেছিল। ভাগ্যে ৩ সিট ছিল। এখন যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন, আসেন জনগণ ও বিএনপির সামনে। এইবার ৩ সিটও জুটবে না। স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান, তাদের স্থান বাংলাদেশে হবে না।

টুকু আরও বলেন, এই সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের আইনশৃঙ্খলার যা অবস্থা, আপনাদের দ্বারা স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব না। কারণ আপনারা দুর্বল সরকার। ওই নির্বাচন দেয়ার মতো সক্ষমতা আপনাদের নাই। বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন চায়, তাদের পছন্দমতো সরকার গঠন করতে চায়।

সূত্রঃ https://youtu.be/Hz7QbceCI_o?si=h5URqVFQzN37NO_3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *