free tracking

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, টানা ৯ দিনের ছুটির সুযোগ!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আনন্দ এবার সরকারি চাকরিজীবীদের জন্য আরও বাড়তি আনন্দ নিয়ে আসছে। কারণ, ঈদের সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি মিলিয়ে টানা ৯ দিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন তারা!

৬ দিনের নির্ধারিত ছুটি, চাইলে বাড়িয়ে ৯ দিন

সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখ: ৩১ মার্চ (সোমবার)

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী:

✅ ২৯ মার্চ (শনিবার) ও ৩০ মার্চ (রবিবার) – নির্বাহী আদেশে ছুটি

✅ ৩১ মার্চ (সোমবার) – ঈদের মূল ছুটি

✅ ১ এপ্রিল (মঙ্গলবার) ও ২ এপ্রিল (বুধবার) – নির্বাহী আদেশে ছুটি

✅ ২৮ মার্চ (শুক্রবার) – সাপ্তাহিক ছুটি

???? ফলে টানা ৬ দিনের ছুটি (২৮ মার্চ-২ এপ্রিল) স্বয়ংক্রিয়ভাবেই পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

কীভাবে হবে ৯ দিনের ছুটি?

যদি কেউ ৩ এপ্রিল (বৃহস্পতিবার) একদিনের ব্যক্তিগত ছুটি নেন, তাহলে

✔ ৪ এপ্রিল (শুক্রবার) ও ৫ এপ্রিল (শনিবার) – সাপ্তাহিক ছুটি

???? ফলে ছুটির মেয়াদ বেড়ে দাঁড়াবে ৯ দিন (২৮ মার্চ – ৫ এপ্রিল)।

ছুটির আনন্দে বিশেষ পরিকল্পনা???? অনেকেই এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে পরিবারসহ লম্বা সফরের পরিকল্পনা করছেন।???? কেউ হয়তো শহরের কোলাহল ছেড়ে গ্রামের বাড়িতে স্বস্তির কিছুদিন কাটাবেন।???? ভ্রমণপ্রেমীদের জন্যও এটি এক আদর্শ সময়, কারণ এত দীর্ঘ ছুটি সচরাচর পাওয়া যায় না।

এবার তাই ঈদের কেনাকাটার পাশাপাশি ছুটির পরিকল্পনাও করে ফেলার পালা! ????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *