free tracking

জুনায়েদের পর নতুন দল থেকে সরে দাঁড়ালেন রাফে!

আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। ওই দলে ছাত্রশিবিরের সাবেকদের একটি অংশ থাকবেন বলে আলোচনা ছিল। তবে গতকাল মঙ্গলবার রাতে দলে থাকছেন না বলে স্পষ্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক।

জুনায়েদের পর এবার দল না থাকার কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক আরেক সভাপতি রাফে সালমান রিফাত। তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব।

রাফে সালমান রিফাত বলেছেন, ‘২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না। তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিলো তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত। কিন্তু, একই সাথে এটাও মনে রাখি যে, রাজনীতি একটা লম্বা রেইস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্যই আমাদেরকে এই রেসে টিকে থাকতে হবে।’

রাফে সালমান রিফাত বলেছেন, ‘আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশী যেটা হবে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন এবং আধিপত্য মুক্ত।

ঐক্যবদ্ধতা ও মধ্যমপন্থাই হবে আমাদের শক্তি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়বো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *