free tracking

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে টিকে থাকলো আফগানিস্তান!

বাঁচা-মরার ম্যাচ বলে কথা। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটাও তাই হলো রোমাঞ্চকরে ঠাসা। ক্ষণে ক্ষণে বদলে যেতে থাকে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত শেষের রোমাঞ্চে জয় তুলে নেয় আফগানিস্তান।

ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে আফগানরা। আর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।
এর আগে ম্যাচ জিততে শেষ ৬ বলে ১৩ রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডের। আর আফগানিস্তানের প্রয়োজন ছিল ১ উইকেট।

আজমতউল্লাহ ওমরজাইয়ের করা শেষ ওভারের প্রথম চার বলে চারটি সিঙ্গেল নেন আদিল রশিদ ও মার্ক উড। ২ বলে ৯ রানের সমীকরণ মেলাতে গিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ইব্রাহিম জাদরানের হাতে তালুবন্দি হন রশিদ। এতে উল্লাসে ফেটে পড়েন আফগানরা। অন্যদিকে ৮ রানে হেরে যাওয়া ইংল্যান্ড তখন হতাশার সাগরে ডুবে পড়ে।

এর আগে সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়েছিলেন জো রুট। কিন্তু তাতে ইংল্যান্ডকে বাঁচাতে পারেননি তিনি। আফগানিস্তানের বিপক্ষে আজ হেরে বাড়ির টিকিট কাটতে হয়েছে তাদের। অবশ্য এই টিকিট আফগানিস্তানের হাতেই ধরিয়ে দিতে পারতেন তিনি। তা পারেননি নিজের বোকামির জন্য।

দলের জয়ের জন্য যখন ২৬ বলে ৩৯ রান প্রয়োজন তখনই বোকামিটা করেন তিনি। ওমরজাইয়ের বলে আপার কাটে আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে ফাঁকি দিতে গিয়ে তার গ্লাভসেই নিজের ‘মৃত্যু’ ডেকে আনেন তিনি।

এতে ১২০ রানের অনবদ্য এক ইনিংস খেলেও পরাজিত দলে থাকতে হয়েছে রুটকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বিদায়ের পর অবশ্য ম্যাচ বের করে দেওয়ার কাজটা করছিলেন জেমি ওভারটন ও জফরা আর্চার। ১৮ বলে ২৪ রানের সময় ক্যাচ তুলে দিয়ে একবার জীবনও পান আর্চার। তার ক্যাচটা একটু কঠিন হয়ে যাওয়ায় মিড অফে তালুবন্দি করতে পারেননি রশিদ খান। আফগানিস্তানের লেগস্পিনার না পারলেও ইংল্যান্ডের ব্যাটার ওভারটনের ক্যাচ মিস করেননি মোহাম্মদ নবী।

৩২ রানে ওভারটন আউট হওয়াতে আবারো সুতোয় ঝুলতে থাকে ম্যাচের ভাগ্য। পরে ১২ বলে ১৬ রানের আর সমীকরণ মেলাতে পারেনি ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের পুরো ম্যাচ একাই বের করে আনছিলেন রুট। ১১১ বলে ১১ চার ও ১ ছক্কায় ১২০ রানের সময় বোকামিটা করে বসেন তিনি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন শেষ ওভারের নায়ক ওমরজাই।

এর আগে ইব্রাহিমের বিশ্বরেকর্ড গড়া ইনিংসে ৩২৫ রান করে আফগানিস্তান। ১৭৭ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন আফগানিস্তানের ওপেনার। আগের রেকর্ডটি ছিল ৪ দিন আগে করা ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *