প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথাকথিত ‘তথ্যবাবা’ ঘুম থেকে উঠে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আমার সম্পর্কে একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। কয়েক ঘণ্টা পর সে সেই ভিত্তিহীন তথ্য মুছে ফেলেছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক টাইমলাইনের এক পোস্টে শফিকুল আলম কড়া ভাষায় লিখেছেন, “এই সেই ‘গুজবের জনক’, যাকে আওয়ামী লীগ সমর্থকরা পূজা করে। একজন তথাকথিত হার্ভার্ড-প্রশিক্ষিত ডিজিটাল লুট-মাস্টারের কাজের নমুনা এটি!”

তিনি আরও লিখেছেন, “এটি একটি জেনেটিক সমস্যা, যা সে তার মায়ের কাছ থেকে পেয়েছে। তার মা আজীবন মিথ্যার আশ্রয় নিয়েছেন। একমাত্র সত্য কথা তিনি তখনই বলেছিলেন, যখন কিছু ‘হ্যাঁ-না বলা’ সাংবাদিকদের সামনে গর্ব করে বলেছিলেন যে, তার পিওন ৪০০ কোটি টাকা উপার্জন করেছে। তবে তদন্তে বেরিয়ে আসে, সেই ‘কোটিপতি পিওন’-এর সম্পদের পরিমাণ ছিল ৬৩০ কোটি টাকারও বেশি!”
Leave a Reply