free tracking

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিঃ ৯ পদে আওয়ামী লীগ ও ৫টিতে বিএনপির জয়!

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টিতে ও বিএনপি ৫টিতে জয়লাভ করেছে। সভাপতি হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হারুনুর রশিদ। তিনি আগেও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপির এস এম শাতিল মাহমুদ।

এ ছাড়া জামায়াত দুটিতে ও জাতীয় পার্টি একটিতে জয় পেয়েছে। বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর রউফ।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ১৭টি পদের বিপরীতে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৬০ ভোটারের মধ্যে ৪৩০ জন ভোট দেন।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আইনজীবী এস এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *