free tracking

পাঙ্গা নেওয়ার হ্যাডম কীভাবে ‘জয় বাংলা’ করতে হয়, সেটা আমার জানা, কাকে বললেন পিনাকী?

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন পিনাকী ভট্টাচার্য। সম্প্রতি তিনি এক পোস্টে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কে উদ্দেশ্য করে কঠোর বার্তা দিয়েছেন।

তার পোস্টে তিনি লেখেন, “ওয়াকার সাহেব, পাঙ্গা নিতে আসছিলেন না? সাবধান করেছিলাম। পাঙ্গা নেওয়ার হ্যাডম কীভাবে ‘জয় বাংলা’ করতে হয়, সেটা আমাদের খুব ভালো জানা আছে। আর কে লাইনে আছেন? পাঙ্গা নিতে আসেন। খেলা হবে।”

তথ্যসূত্রঃhttps://m.facebook.com/story.php?story_fbid=pfbid08CUzm1DeQHEpFn27mhCnqfEbmP6wv6ssxsXJVWRwSUbqCcyjM5EGK8yvBsU8Co3Ml&id=100044215700385&sfnsn=wa&mibextid=RUbZ1f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *