হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও জনতার উপর হামলার মামলায় মোঃ আমজাদ আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে (সাবেক চেয়ারম্যান) গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তিনি সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন।
গ্রেফতারকৃত মোঃ আমজাদ আলী (৭০) হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও লস্করপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, “আমজাদ আলী আজ ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে যান। সেখানেই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের একটি টিম তাকে আনতে ঢাকায় গেছে।”
তিনি আরও জানান, “২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমজাদ আলী ছাত্র ও জনতার উপর হামলা চালান বলে তদন্তে উঠে এসেছে। আহত তাহির মিয়া ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায়ই তাকে গ্রেফতার করা হয়েছে।”
Leave a Reply