free tracking

বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ জয়, স্বতন্ত্রতে আ.লীগের জেতেনি কেউ!

জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। ১৫টি পদের মধ্যে ৯টিতে বিএনপি, ৫টিতে জামায়াত ও ১টি পদে বামপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন।

আওয়ামীপন্থি আইনজীবীদের ৫ জন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জয়ী হতে পারেননি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ ও গণনা শেষে আজ বৃহস্পতিবার সকালে ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ ও বামপন্থি দল সমর্থিত ‘গণতন্ত্র মঞ্চ’ আলাদা দুটি প্যানেলে নির্বাচনে অংশ নেয়। আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ৯ জন বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে অ্যাডভোকেট মো. গোলাম নবী ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি জেলা বিএনপির সহসভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। অপর সহসভাপতি পদে বিএনপির অ্যাডভোকেট মো. জামিল হাসান তাপস ২০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই দুই পদেই হেরেছেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সাধারণ সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ১৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. শামসুজ্জোহা ইসমাইল পেয়েছেন ১২২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপির অ্যাডভোকেট মো. মোবারক হোসেন ও জামায়াতের অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অডিটর পদে ২১৭ ভোট পেয়ে বিএনপির অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রাজু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতন্ত্র মঞ্চের অ্যাডভোকেট মো. মতিয়র রহমান পেয়েছেন ১২৯ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতের অ্যাডভোকেট শামীমা তাসনিম সাথী পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপির অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মোহন ১৩৩ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অ্যাডভোকেট সাজিদুল ইসলাম সাজু পেয়েছেন ১০৯ ভোট। ৬টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ৯ জন প্রার্থীর মধ্যে বিএনপির ৩ জন, জামায়াতের ২ জন ও গণতন্ত্র মঞ্চের ১ জন বিজয়ী হয়েছেন। বিএনপির অ্যাডভোকেট শাহাজাদা মিয়া সুমন পেয়েছেন ২৬৪ ভোট, অ্যাডভোকেট আল আমিন ২৩৩ ভোট ও অ্যাডভোকেট মাহমুদা আক্তার স্বপ্না ২২২ ভোট, জামায়াতের অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসাইন ২২৩ ভোট ও অ্যাডভোকেট আছিমুল ইসলাম ২১৫ ভোট এবং গণতন্ত্র মঞ্চের অ্যাডভোকেট আজাদী হাসান মামুন সদস্য পদে ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর মধ্যরাত পর্যন্ত চলে ভোট গণনা। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল বারী নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *