free tracking

রাজধানীতে ছি;ন;তা;ই;য়ের নতুন ধরন, বুঝবেন যেভাবে!

রাজধানীতে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির পরেও ছিনতাইয়ের ঘটনা থামছে না। তাই নগরবাসীর মনে ছিনতাই ভীতি তৈরি হয়েছে। সন্ধ্যা হলেই রাজধানীর কয়েকটি এলাকা বিপজ্জনক হয়ে উঠছে। ছিনতাই করতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে ছিনতাইকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতে সন্ধ্যার পরে অফিস থেকে বাড়িতে ফেরার তাড়া থাকে নগরবাসীর। অফিস ফেরত অনেকেই গণপরিবহন করে বাড়িতে ফেরার চেষ্টা করেন। তবে যানজটের কারণে অনেক সময় বাস বা অন্য যানবাহন থেকে নেমে ফুটপাত ধরে অনেকেই হাঁটতে থাকেন।

ছিনতাইকারীরা সুযোগ বুঝে এখন ফুটপাত ও ফ্লাইওভারগুলো টার্গেট করছেন। একসঙ্গে তিনজন বা তারও বেশি ছিনতাইকারী আড্ডার ছলে ফুটপাত ও ফ্লাইওভারগুলোতে অবস্থান নিচ্ছেন। আর সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সাধারণ মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছেন।

ছিনতাইয়ের শিকার এক ভুক্তভোগী বলেন, ‘গত রবিবার সাড়ে ৮টার দিকে আসাদ গেট সংলগ্ন মহাসড়ক পাশের ফুটপাত ধরে বাসায় ফিরছিলাম। ওই ফুটপাত ধরে আমি নিয়মিত বাসায় যাই। অন্যান্য দিনের মতো হাঁটতে হাঁটতে সামনে দেখি তিনজন যুবক দাঁড়িয়ে আছেন। তাদের একজন প্রেসাব করছেন, বাকি দু’জন একটু দূরেই দাঁড়ানো। তাদের কাছাকাছি যেতেই প্রেসাব করার ভান করে থাকা ছিনতাইকারী আমার গলায় চাপাতি ধরে। আর দাঁড়িয়ে থাকা দু’জন আমার আমার কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয়।কিছু বুঝে ওঠার আগেই এমনটি ঘটেছে।’

ছিনতাইয়ের এই দুই ধরন কিছুটা নতুন। আগে চলন্ত রাস্তায় বাস কিংবা অন্য যানবাহনে চলাচলের সময় মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটতো। কিন্তু এখন ফুটপাত, ফ্লাইওভারও কিছুটা অনিরাপদ হয়ে উঠেছে।

বিষয়টি নিয়ে কয়েকজন ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাইয়ের ধরণ বদলিয়েছে অপরাধীরা। এখন দুই থেকে তিনজন ফুটপাত বা ফ্লাইওভারগুলোতে বসে থাকে। তাদের পোশাক দেখে ছিনতাইকারী মনে হয় না। কিন্তু তারাই অপরাধ ঘটাচ্ছে। এক্ষেত্রে ফুটপাত বা ফ্লাইওভারে লোক না থাকলে একাকী না যাওয়াই ভালো। সন্দেহ মনে হলে ফুটপাত এড়িয়ে চলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *