free tracking

ব্রেকিং নিউজ: সড়কে গাছ ফেলে ২০ গাড়িতে ডাকাতি!

পাবনার সাঁথিয়া উপজেলায় মহাসড়কে গাছ ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল যানবাহন চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল। রাত দেড়টার দিকে ছেচানিয়া তলট নামক স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে যানবাহন আটকায় ডাকাতদল। পরে অস্ত্রের মুখে অন্তত ২০টি যানবাহনে চালক ও যাত্রীদের জিম্মি করে সবার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে সাঁথিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *