সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে এক মোটরসাইকেল আরোহী মন্ত্রণালয়ের লোক হিসেবে পরিচয় দিয়ে হেলমেট না পড়ার অপরাধে মামলায় জড়িয়ে পড়া থেকে বাঁচার জন্য সেনা সদস্যের কাছে মন্ত্রণালয়ের লোক হিসেবে মিথ্যা পরিচয় দেয়।
ভিডিওটিতে দেখা যায়, সেনা সদস্য এক মোটরসাইকেল আরোহীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। আরোহীর পেছনে বসা নারীর মাথায় হেলমেট না থাকার কারণ জানতে চাইলে মোটরসাইকেল আরোহী বলেন সেটি মন্ত্রণালয়ের গাড়ি। সেনা সদস্য পরবর্তীতে গাড়ির লাইসেন্স দেখানোর শর্তে বলেন, কাগজপত্র থাকলে শুধু হেলমেট না পড়ার কারণে মামলা খাবেন। তবে সঠিক কাগজপত্র দেখাতে না পারলে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর মামলা দেওয়া হবে।
Leave a Reply