free tracking

মারা গিয়েছেন ওবায়দুল কাদের, জানা গেলো আসল সত্যতা!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের মৃত্যু সংক্রান্ত ফটোকার্ড প্রচার করা হয়, যা একাধিক প্রভাবশালী গণমাধ্যমের নাম ব্যবহার করে ছড়ানো হয়। এসব ফটোকার্ডে দাবি করা হয় যে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধান করে নিশ্চিত করেছে যে, এসব ফটোকার্ডের ডিজাইন নকল করা হয়েছে এবং এসব সংবাদ কোনও গণমাধ্যম প্রকাশ করেনি।

ফটোকার্ডগুলোতে চ্যানেল২৪, জনকণ্ঠ এবং যমুনা টিভির লোগো ব্যবহার করা হলেও, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এসব গণমাধ্যমের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনও সংবাদ বা পোস্ট পাওয়া যায়নি। উল্লিখিত পত্রিকাগুলোর ফেসবুক পেজে পর্যালোচনা করার পর জানা যায় যে, এসব ফটোকার্ডে দেওয়া তথ্য এবং ডিজাইন সম্পূর্ণভাবে ভুয়া এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে।

এছাড়া, রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, এসব দাবি সমর্থিত কোনও সংবাদ বা তথ্য অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও পাওয়া যায়নি।

তবে, রিউমর স্ক্যানার জানায় যে এসব ভুয়া ফটোকার্ডের প্রচারকারীরা মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *