free tracking

এত ছোট সাইজে আমার চলবে না’ অজানা রহস্য জানালেন নীনা গুপ্তা!

১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল বলিউডের আইকনিক চলচ্চিত্র ‘খলনায়ক’। বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলেছিল খলনায়ক। সিনেমাটিতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। তবে সিনেমার এক বিখ্যাত গানে পর্দায় ছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা।

‘চোলি কে পিছে’ গানটি দারুণ হিট হয়েছিল। এই ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানে মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল নীনা গুপ্তাকেও। তবে গানটির পেছনে রয়েছে নীনার তিক্ত এক অভিজ্ঞতা। তার শরীর নিয়ে বিদ্রুপ করে বসেন পরিচালক সুভাষ ঘাই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের নির্মাণ নিয়ে এক গল্প ফাঁস করেন নীনা। যা শুনলে আঁতকে উঠতে হয়। নীনা জানান, ‘শুটিং শুরুর আগে মহড়া চলছিল নাচের। হঠাৎ সুভাষ ঘাই আমাকে আলাদা রুমে ডাকলেন।

সুভাষ বললেন, ক্যামেরার সামনে দেখলাম। তোমার স্তনগুলো খুব ছোটো। এতে আমার কাজ হবে না। তাই স্তন বড় দেখানোর জন্য এক্স্ট্রা প্যাড ব্যবহার করতে হবে। না হলে এই আইটেম থেকে সরে যেতে হবে।

অভিনেত্রী আরো বলেন, ‘আমি খুব অবাক হয়েছিলাম। তবে নিজেকে কন্ট্রোল করে ছিলাম। কিন্তু ভেঙে পড়ি যখন, গোটা শুটিং ফ্লোরের সামনেই এই একই মন্তব্য করেন সুভাষ। সবার সামনে কেঁদে ফেলেছিলাম। পরে বাধ্য হয়েছিলাম, এক্স্ট্রা প্যাড পরার জন্য।’

তবে এ ঘটনায় সুভাষ ঘাই একটু অনুতপ্ত ছিলেন না বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। ঘটনাটি নিজের অটোবায়োগ্রাফি বইয়েও উল্লেখ করেছেন নীনা ‍গুপ্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *