free tracking

“কোটার আন্দোলন করে, আবার কোটা কেন?”, জবাবে যা বললেন হান্নান মাসউদ!

সম্প্রতি একটি বেসকারকারি টেলিভিশন চ্যানেলের এক টকশোতে কথা বলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। টকশো উপস্থাপক প্রসঙ্গক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশ অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত রাখার বিষয় উল্লেখ করে তাকে প্রশ্ন করেন, ‘কোটার আন্দোলন করে, আবার কোটা কেন?’

জবাবে হান্নান মাসউদ জানান, “আমি আসলে এটা নিয়ে আলাপ করার সুযোগ পাই নাই, জাস্ট পড়ে এসেছি। আমি এটাকে লিগালাইজও করতে চাচ্ছি না, এটার কোনো সমালোচনা আপাতত করতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটাগুলো এখনও কিন্তু রয়ে গেছে। তা আপনি সেখানকার কোটাগুলো যদি রাখেন, তাহলে ২৪ এ আহতদের কিছু কোটা দিলে আমি সেখানে দোষ দেখছি না।

তিনি আরও বলেন, “হয়তো দুইটাকে আপনি একসাথে ডিসমিস করতে পারেন। আবার জুলাই অভ্যুত্থানে কোটা প্রথার বিরুদ্ধে আমাদের যে লড়াইটা ছিল সেটা কিন্তু কোটা প্রথাকে একেবারে বিলুপ্ত করা না, সংস্কার করা।”

সাধারণ মেধাবী শিক্ষার্থীরা যাতে বঞ্চিত না হয় সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে জানিয়ে হান্নান মাসউদ আরও বলেন, “এটা আনুপাতিক হারা হওয়া উচিত। এখানে ৫% প্রয়োজন আছে কিনা, সেটাও একটা ভাবনার বিষয়। ২৪ এর আন্দোলনে কত শতাংশ আহত সেই বিবেচনা করে কিন্তু এটাকে করা যেতে পারে। হয়তো ১/২% হতে পারে, ৫% টা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *