free tracking

ওবায়দুল কাদেরের অবস্থান জানালেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস!

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সময় বলেছিলেন, “পালাবো না কোথায়, পালাবো না কোথায়!” কিন্তু সরকার পতনের পর থেকে তিনি অন্তরালে চলে যান। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল যে, ৫ আগস্ট ওবায়দুল কাদের যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন, আবার কিছু সূত্র দাবি করছিলেন তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। তবে আরও কিছু খবর বলছে, গণঅভ্যুত্থানের পরও তিনি দেশে ছিলেন প্রায় তিন মাস পাঁচ দিন।

এদিকে, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সোমবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি চাঞ্চল্যকর পোস্ট করেন। তিনি দাবি করেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন যে, ওবায়দুল কাদের দেশে আছেন। পোস্টে তিনি লিখেন, “ওবায়দুল কাদের দেশেই আছেন, তিনি দেশ ছাড়েননি বা মারা যাননি। এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে।”

এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন এমন দাবি করে তিনটি ফটোকার্ড ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান “রিউমার স্ক্যানার” বলছে, এসব ফটোকার্ড ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানিয়েছে, গণমাধ্যমে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ হয়নি। বরং, নকল ডিজাইন করে এসব ফটোকার্ড ছড়ানো হয়েছে।

এদিকে, ভারতের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আওয়ামি লীগ নেতারা মনে করছেন, জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন। কারণ, আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। কলকাতায় অবস্থানরত নেতারা জানান, যদি সেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা হয়, তবে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তবে পলাতক নেতাদের কেউ কেউ জানাচ্ছেন যে, কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *