সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ভবিষ্যত তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) এর মুনাফা হার ২০২৪-২৫ অর্থবছরের জন্য পূর্বের মতো ১১ থেকে ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে ১৩ শতাংশ, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকার বেশি জমার বিপরীতে ১১ শতাংশ মুনাফা মিলবে।
এছাড়া, সরকারি কর্মচারীরা একসময় তাদের মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন, তবে ২০১৫ সালের ডিসেম্বরে এটি কমিয়ে ২৫ শতাংশ করা হয়। যারা রাজস্ব খাত থেকে বেতন পান, তারা জিপিএফে টাকা রাখেন, আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান, তারা সিপিএফে টাকা রাখেন।
এদিকে, স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলোর আর্থিক অবস্থান ভিন্ন হওয়ায় তারা নিজেদের আর্থিক সামর্থ্যের আলোকে মুনাফা হার নির্ধারণ করতে পারবে।
Leave a Reply