free tracking

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীতে নেমেছে বিজিবি!

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীতে জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট।

ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছে বিজিবি। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং।

সোমবার (৩ মার্চ) রাত থেকেই এ কার্যক্রম চলছে। বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *