free tracking

হাসিনার স্বজন হারানোর গল্প বিষিয়ে তুলছে নেতাকর্মীদের মন!

তোতা পাখির মতো এখন পর‌্যন্ত স্বজন হাারনোর বেদনার বুলি আওড়াচ্ছেন শেখ হাসিনা। যেন তিনি ছাড়া পৃথিবীতে আর কারো কোনো স্বজন নেই। ভারতে বসে দিনের পর দিন জুম কলে নেতাকর্মীদের সেই একই গল্প শুনিয়ে চলছেন। তার স্বার্থান্বেষী আচরণে ক্ষুব্ধ তৃণমূল থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মীরাও। আদালতে কাঁদতে কাঁদতে প্রবীণ নেতা কামাল মজুমদার বলেছেন আর রাজনীতি করবো না। আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছি।

একসময়কার মহা প্রতাপশালী হাসিনার যেকোনো খবরই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিচ্ছে। তার স্বজন হারানোর বেদনাও এতটাই বিতর্কিত হয়ে উঠেছে যে নেটিজেনরা তার বক্তব্য নানাভাবে ট্রল করছেন। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে শেখ হাসিনার অবস্থান ও ভবিষ্যৎনিয়ে নানা গুঞ্জন চলছে।

বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ভারত থেকে হাসিনাকে ফেরাতে চিঠি চালাচালি হয়েছে সত্যি তবে তাতে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো মন্তব্য আসেনি।

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=VLU_DOg-_nM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *