ময়মনসিংহের গৌরীপুরে আম ছাড়া জুস বানানোর অভিযোগে কম্পানির মালিককে তিন মাসের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং ফ্যাক্টরি সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের প্রতিনিধি দল। মঙ্গলবার (৪ মার্চ) ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে এলাকায় কারখানাটিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট এম সাজ্জাদুল হাসান জানান, নকল জুস কম্পানি ‘ডি এসএফ ফ্রুটো ম্যাংগো ফুড ড্রিংসের’ মালিক মো. দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে বিএসটিআই। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উষাতরা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, সেনাবাহিনীর গৌরীপুর ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাদমান। খবর পেয়ে ছুটে আসেন বিএসটিআই ময়মনসিংহের ফিল্ড অফিসার প্রকৌশলী মাওন কুমার ধর আবীর ও পরিদর্শক প্রকৌশলী আবিদ হাসনাত। বিএসটিআইয়ের প্রতিনিধিদল জুসে বিষাক্ত কেমিক্যাল, রং, নকল বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে কম্পানির মালিককে গ্রেপ্তার করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলালকে বিনাশ্রম তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেন।
আদালতের নির্দেশে আসামিকে জেলহাজতে পাঠায় পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ছোট-বড় ১৬৮ কার্টন জুস জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ পলিথিন, কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে।
Leave a Reply