free tracking

কাদের টাকায় অনুষ্ঠান করলো জাতীয় নাগরিক পার্টি?

ফান্ড কিভাবে আসছে, স্বচ্ছ রেখে অনুষ্ঠান করার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আরিফ সোহেল বলেন, “এই প্রশ্নগুলো আসুক, আমরা খুব পজিটিভলি দেখি। আমাদের নেতাকর্মীদের চাঁদা বিশেষ করে প্রবাসী একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু আন্দোলনের সময় থেকে আমাদের সাথে কানেক্টেড বা বিভিন্নভাবে কানেক্টেড হয়েছিলেন। তাদেরকে পরবর্তীতে আমরা সংগঠিত করেছি। জাতীয় নাগরিক কমিটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিলই মূলত সমাজের এই সকল পেশাজীবী, ব্যবসায়ী যারা জুলাই গণঅভ্যুত্থানে পেছন থেকে ভূমিকা রেখেছেন।

গত ছয় মাস কিন্তু জাতীয় নাগরিক কমিটি এই কাজে ব্যাপকভাবে সফল হয়েছে। সমাজের বিভিন্ন স্তরকে যুক্ত করতে পেরেছে। এর ফলে তাদের কাছ থেকে কিন্তু অর্থ সহায়তা বা এই ধরনের বিভিন্ন লজিস্টিক সহায়তা আমরা পেয়ে থাকি। এখন বিষয়টা হচ্ছে একাউন্টেবিলিটি প্রশ্ন, কার কাছ থেকে আমরা পাচ্ছি এবং কিভাবে খরচ করছি। এটা জনগণের সামনে উন্মুক্ত থাকা উচিত এবং এটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে। এটা জনগণের সামনে অবশ্যই আমরা উন্মুক্ত করব।”

তিনি আরও বলেন, “নাগরিক কমিটি যাদেরকে মূলত যুক্ত করেছে ছাত্রদের বাইরে এদের মধ্যে ব্যবসায়ীরাও আছেন এবং তারপরে বিভিন্ন পেশাজীবী আছেন যারা খুবই সচ্ছল। এরা আসলে ভালো পরিমাণেই কিন্তু এখানে কন্ট্রিবিউট করতে পারেন, সেই কন্ট্রিবিউশন আমরা নিয়েছি। আমরা সতর্ক থেকেছি যাতে করে দুর্নীতিগ্রস্ত বা সমাজের এলিট যে অংশটা বিভিন্ন সময়ে ফ্যাসিবাদের সহায়তা করেছে, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে এবং ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে এদের থেকে দূরে থেকে প্রবাসীদের উপর নির্ভর করা বা যারা আসলে জনমুখী, সমাজের সেই সকল সচ্ছল অংশের সাথে যুক্ত হয়ে আমরা পার্টিটা রান করার চেষ্টা করেছি বা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *