পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। চলতি বছরে টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন তারা। আর যদি কেউ একদিনের অতিরিক্ত ছুটি নিতে পারেন, তবে টানা ৯ দিন ছুটির সুযোগ মিলবে!
ছুটির বিস্তারিত হিসাবচাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাব অনুযায়ী সরকার ৫ দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে।
✅ ২৮ মার্চ (শুক্রবার) – সাপ্তাহিক ছুটি✅ ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) – ঈদের আগের দুই দিন নির্বাহী আদেশে ছুটি✅ ৩১ মার্চ (সোমবার) – ঈদুল ফিতরের মূল দিন (সাধারণ ছুটি)✅ ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) – ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি
এতে করে টানা ৬ দিন ছুটি নিশ্চিত হয়েছে।
৯ দিনের ছুটির সুযোগযদি কোনো সরকারি কর্মচারী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) একদিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তাহলে তিনি ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে টানা ৯ দিন ছুটি উপভোগ করতে পারবেন!
বিগত বছরের তুলনায় বাড়তি ছুটিগত বছর পর্যন্ত ঈদের ছুটি ছিল মাত্র ৩ দিন, যা এবার ৫ দিন করা হয়েছে। ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন এই বিশেষ ছুটি?সরকারের মতে, ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে যাত্রার সুযোগ দেবে এবং যানজট কমাবে। একইসঙ্গে মানসিক ও শারীরিক বিশ্রাম নিশ্চিত করবে চাকরিজীবীদের জন্য।
ছুটি উপভোগ করুন, পরিকল্পনা করুন!সরকারি চাকরিজীবীরা এই সুযোগটি কাজে লাগিয়ে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় ঈদ উদযাপন করতে পারবেন। তাই এখন থেকেই পরিকল্পনা করুন, ছুটি নিশ্চিত করুন, আর নিশ্চিন্তে উপভোগ করুন এবারের ঈদ। ????
Leave a Reply