free tracking

সেই রিকশাচালককে হাসপাতালে আনলেন উপদেষ্টা আসিফ মাহমুদ!

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ করার সময় আটক হওয়া রিকশা চালক আরমান আলীকে (৪০) পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ডিবি কার্যালয় থেকে ওই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন এই উপদেষ্টা।

এসময় আসিফ মাহমুদ বলেন, জানতে পেরেছিলাম একজন নিরাপরাধ রিকশাচালককে আর্মি সদস্যরা ধরে ডিবিতে দিয়ে দিয়েছে। পরে ডিবি কার্যালয় থেকে ওই রিকশাচালককে ছাড়িয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

রিকশাচালক আরমান আলী বলেন, দুপুরে বাইতুল মোকাররম এলাকায় গিয়েছিলাম আমি। সেখানে হিজবুত তাহরীরের সদস্যদের দৌড়ানি দিয়েছিলাম। তখন উল্টো তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে আটক করে।

আরমানের বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *