free tracking

রোজা রেখে গান শোনা যাবে কি? ইসলামের দৃষ্টিতে কী বলা হয়েছে?

রমজান মাসে মুসলমানরা রোজা রাখার পাশাপাশি নিজেদের আচার-আচরণ ও অভ্যাসের দিকেও বিশেষভাবে নজর দেন। এ সময় অনেকেই জানতে চান—রোজা রেখে গান শোনা যাবে কি না? ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে কী বলা হয়েছে?

ইসলামে গান-বাজনা সম্পর্কে ভিন্ন মত রয়েছে। কিছু আলেম গানকে সম্পূর্ণ হারাম বলে থাকেন, আবার কেউ কেউ শর্তসাপেক্ষে অনুমতি দেন। বিশেষ করে যদি তা অশ্লীলতা, ভুল বার্তা বা গুনাহের দিকে ধাবিত না করে, তাহলে কিছু ইসলামি স্কলার গানকে সম্পূর্ণ নিষিদ্ধ মনে করেন না।

রোজার মূল উদ্দেশ্য আত্মসংযম, ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভ করা। তাই যারা রোজা রাখছেন, তাদের উচিত সব ধরনের অর্থহীন ও গুনাহের কাজে লিপ্ত না হওয়া। অনেক ইসলামিক স্কলার বলেন, গান যদি অশ্লীল ও অবৈধ না হয় এবং কোনো গুনাহের দিকে নিয়ে না যায়, তবে এটি শোনা রোজার ক্ষতি করবে না। তবে রমজানের পবিত্রতা বজায় রাখতে এবং ইবাদতে আরও মনোযোগী হতে গান থেকে বিরত থাকাই উত্তম।

কিছু ইসলামী ব্যাখ্যায় বলা হয়, গান-বাজনা মানুষের মনকে ইবাদত থেকে দূরে সরিয়ে নিতে পারে। কুরআনে বলা হয়েছে:
“মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত হাস্য-পরিহাসের গল্প (গান-বাজনা) ক্রয় করে, যাতে না জেনে তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় এবং একে হাস্যকরভাবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।” (সূরা লুকমান, আয়াত ৬)

এছাড়া, রাসুলুল্লাহ (সা.)-এর কিছু হাদিসে গান-বাজনার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামের মূল শিক্ষা হলো আত্মসংযম ও ইবাদতের প্রতি মনোযোগী হওয়া। তাই রোজার সময়ে গান শোনা থেকে বিরত থাকা ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *